এক নজরে ঢাকা জেলার কৃষি বিষয়ক তথ্যঃ
১. জেলার আয়তন (হেক্টরে): ১,৪৬,৩৬০।
২. জেলার সাধারণ তথ্য:
ক) সিটি করপোরেশনের সংখ্যাঃ ২টি।
খ) উপজেলার সংখ্যা: ৫টি।
গ) থানা সার্কেলের সংখ্যাঃ ১টি।
ঘ) মেট্রো: (কৃষি) থানার সংখ্যা: ৫টি।
ঙ) পৌরসভার সংখ্যা: ৩টি।
চ) ইউনিয়নের সংখ্যা: ৭৯টি।
ছ) মৌজার সংখ্যা: ১০৯৬টি।
জ) গ্রামের সংখ্যা: ১৯৯৯টি।
ঝ) কৃষি ব্লকের সংখ্যা: ২৫৭টি।
৩. জনসংখ্যা:
পুরুষ: ৬৮,১৩,৪৬৩জন।
মহিলা: ৫৭,০৩,৯০৮জন।
মোট: ১,২৫,১৭,৩৭১জন।
৪. খাদ্য পরিস্থিতিঃ
(ক) খাদ্য শস্যের চাহিদা (বার্ষিক) (৪৫৩.৬০ গ্রাম/জন/দিন/হার) (মোট জনসংখ্যার ১১% শিশু বাদ দিয়ে) মে: টনঃ ১৮,৪৪,৪৫৯
(খ) মোট খাদ্য শস্য উৎপাদন (বার্ষিক) (মোট উৎপাদনের ১১.৫৮% বীজ, গো খাদ্য ও অপচয় বাদে) মে: টনঃ ২,৫৫,৫৬৪
(গ) খাদ্য শস্য উদ্বৃত্ত/ঘাটতি (বার্ষিক) মে: টনঃ (-) ১৫,৮৮,৮৯৫
৫. শিক্ষার হারঃ ৭৩.৯০
৬. প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যাঃ ৮২২৯
৭. কৃষক পরিবার সংখ্যাঃ ২,৪৬,৫৭২
৮. জমির পরিসংখ্যানঃ
মোট আবাদযোগ্য জমি (হেঃ) (আবাদী জমি+আবাদযোগ্য পতিত জমি) ঃ ৮৪,০৪৯
১. আবাদযোগ্য পতিত জমি (হেঃ) ঃ ১৬০৭
২. আবাদী জমি (হেঃ) ঃ ৮২,৪৪২
মোট ফসলী জমিঃ ১,৬১,২২৭
ফসলের নিবিড়তা ঃ ১৯৫.৫৬%
ভূমি ব্যবহারের ঘনত্বঃ ৫১.১৩%
মোট অনাবাদী জমি (হে:) ঃ ৫৬,৪৭৬
বন্ঞ্চল (হেঃ) ঃ ৫৬৫
জলাশয় (হে:) ঃ ৫,২৭০
৯. সিটির আয়তন (হ:) ঃ ১৭,৬৭৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS